বুধবার, ১২ মার্চ ২০২৫

|

ফাল্গুন ২৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে সিএনজি গ্যারেজে আগুন, দগ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০০, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৭:০১, ১২ মার্চ ২০২৫

আড়াইহাজারে সিএনজি গ্যারেজে আগুন, দগ্ধ ১

গ্যারেজে অগ্নিকান্ড

আড়াইহাজারে একটি গ্যারেজে অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাত ২টায় উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের ইমনের মালকানাধীন গ্যারেজে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে গ্যারেজের মালিক ইমন দগ্ধ হন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে  চিকিৎসা করানো হয়েছে।  

জানা গেছে, আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামের ইমনের বসত বাড়ীতে সিএনজি গ্যারেজে অগ্নিকা-ের ঘটনা ঘটে। উক্ত আগুনে  ইমনের গ্যারেজে থাকা ২টি সিএনজি পুড়ে যায় ।

দুইটি সিএনজির আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।  আগুনে পোড়া অবস্থায় সিএনজির মালিক ইমন সিএনজি বাহির করার চেষ্টা কালে  আগুন লেগে দগ্ধ  হয়। আহত ইমনকে উদ্ধার করে তার পরিবারের লোকজন ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করে দেন। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি নিছক দূর্ঘটনা নাকি  নাশকতা । তা নিয়ে তদন্ত  চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।