রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৭, ১৫ মার্চ ২০২৫

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়েল প্রধান (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় একটি চক্র। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে।

আটক জুয়েল প্রধান পুরিন্দা এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা সিলেট মহাসড়কের পাশে পুরিন্দা বার আউলিয়া দুধের বন্ধ একটি কারখানা রয়েছে। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এ কারখানার মেশিনপত্রসহ মূল্যবান আসবাবপত্র লুট করে নেয়ার জন্য স্থানীয় একটি চক্র গড়ে উঠে। চক্রটি কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। আর এ কাজে বাঁধা হয়ে দাঁড়ান সাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের। শনিবার দুপুরে এনিয়ে জুয়েল প্রধানের সাথে স্থানীয় চক্রটির বাগবিতন্ডা ঘটে। পরে ৪০/৫০ জন একত্রিত হয়ে জুয়েলকে বাড়ি থেকে ডেকে এনে পিটুনী দেয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের পরামর্শে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জুয়েলের বিরুদ্ধে পাঁচরুখী এলাকায় হামলা, ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার তাকে নারায়ণগঞ্জ আদালতে তা প্ররণ করা হবে।