বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের রাতে নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৬, ২ এপ্রিল ২০২৫

ঈদের রাতে নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

ঈদের রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আড়াইহাজারের বালিয়াপাড়ায় ৯ বছরের ওই শিশুকে তার আপন চাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়।