রোববার, ০৬ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ডাকাত মুসাসহ বিভিন্ন মামলায় ৪ জনকে কোর্টে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২১, ৫ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে ডাকাত মুসাসহ বিভিন্ন মামলায় ৪ জনকে কোর্টে প্রেরণ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামের ডাকাত মুসা (৫৫) সহ বিভিন্ন অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃত মূসা ওই গ্রামের মৃত আবেদ আলীর পুত্র। বাকি ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতারকৃত মুসাকে একটি ডাকাতি ও একটি ভাংচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান।