
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যার ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (২৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ স্কোয়াড্রন লিডার মো: ইশতিয়াক হোসাইন।
এর আগে গত ২৪ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।।
গ্রেপ্তারকৃত আসামি জহিরুল ইসলাম (৪৫) আড়াইহাজার থানার বাজবি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।