ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইলে দাবীকৃত চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে জাহানারা বেগম নামের এক বৃদ্ধা মহিলার বাড়ীর চলাচলের রাস্তা দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে ফতুল্লার কুতুব আইলের আওয়ামীলীগ নেতা মৃত আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার, সুমন, সস্তাপুরের শাহআলম, কিলার নয়ন সহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়,দীর্ঘদিন ধরে বাড়ীটি দখল নেওয়ার চেস্টা করে আসছিলো অভিযুক্তরা।বাদী কে নানা ভাবে হয়রানী করে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে অভিযুক্ত আসামীরা মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো। কিন্ত ভুক্তভোগী ঐ নারী তা দিতে ব্যর্থ হলে বুধবার সকাল নয়টার দিকে অভিযুক্তরা ঐ বাড়ীর চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। তথ্য মতে,যে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা জেলা পরিষদের অর্থায়নে নির্মিত।
এর আগে ১০-১৫ দিন পূর্বে বাড়ীটি দখল নিতে বাড়ীর ভিতরে থাকা ভাড়াটিয়াদের রাতের অন্ধকারে অস্ত্রের মুখে জিম্মি করে বাসা থেকে বের করে দেওয়া হয়ছিলো।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানায়,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।