Brave Boys স্পোর্টিংক্লাব
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় Brave Boys স্পোর্টিংক্লাবের উদ্যোগে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলায় লাল দল আর সবুজ দল প্রতিদ্বন্দ্বিতা করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ভুইগড় পূর্ব পাড়া এলাকার মাঠে ৩ ম্যাচ সিরিজের আয়োজন করা হয়।
জানা গেছে, সবশেষ ২০১৯ সাল থেকে Brave Boys স্পোর্টিংক্লাবের উদ্যোগে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে ৩ ম্যাচ সিরিজের আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও সিরিজ খেলার আয়োজন করা হয়েছে। খেলার প্রথম ম্যাচে লাল দল ১০ ওভারে ১০২ রাখ সংগ্রহ করে। এরপর ১০৩ রানের টার্গেটের খেলার ১ ওভার হাতে রেখেই জয়ী হয় সবুজ দল। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে লাল দল কাম ব্যাক করার সুযোগ থাকলেও তারা ব্যর্থ হোন। প্রথমে ব্যাটিং নেমে সবুজ দল ১০ ওভারে ১২৩ রানের টার্গেট ছুড়ে দেয় লাল দলকে। দ্বিতীয় ইনিংসে নেমে ৭১ রানেই গুটিয়ে যায় লাল দল।
এতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ী হোন সবুজ দল।
খেলার ফলাফল শেষে বিজয়ী দলের হাতে ক্রেস তুলে দেন আয়োজকরা।
উল্লেখ, যুবসমাজকে মাদক-সন্ত্রাস থেকে মুক্ত রাখতে ২০১৮ Brave Boys স্পোর্টিংক্লাবের সদস্যরা নিজ অর্থায়নে খেলাধুলার উদ্যোগ নেয়।