ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান।
বুধবার (১ জানুয়ারি) রাতে ফতুল্লার আজমেরীবাগ এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররকৃত আসামির নাম বিজয় (৩১)।
ডিবি পুলিশ জানায়, ফতুল্লা থানাধীন আজমেরীবাগ বারোভিলা বিল্ডিংয়ের আসামি বিজয়ের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।