মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দাবি মেনে নেয়ায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের অবরোধ প্রত্যাহার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২০, ২০ জানুয়ারি ২০২৫

দাবি মেনে নেয়ায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের অবরোধ প্রত্যাহার 

অবরোধ প্রত্যাহার

ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পুলিশ লাইনসে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকদের ১২ দফা দাবি মেনে নেয়ায় অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। 

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে মালিক পক্ষ তাদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা করেন। এর আগে দুপুর ১২ টায় আরএন নীট টেক্সটাইল থেকে মিছিল নিয়ে পুলিশ লাইনের সামনে এসে রাস্তায় অবরোধ করে তারা। 

অবরোধের কারণে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এর আগে রোববার একই দাবিতে শহরের চাষাঢ়া বিকেএমইএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে রেখেছিল আরএন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। 

অবরোধের খবরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মুনাব্বর হোসেন দুপুরে আরএন টেক্স লিমিটেডের অবরোধকারী শ্রমিকদের সাথে কথা বলেন। মালিকপক্ষের সাথে ১২ দফা দাবির ব্যাপারে আলোচনা করে সমাধানের জন্য রাস্তা ফাঁকা করে দিয়ে তাদেরকে নিয়ে আরএন টেক্স লিমিটেডের ভেতরে যান এবং আলোচনায় বসেন। পরে শ্রমিকদের ১২ দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়। এতে তারা আগামীকাল থেকে কাজে যোগদানের ঘোষণা দেন। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের সিনিয়র এএসপি সাদিক রহমান, মালিকপক্ষ, শ্রমিক নেতা নাঈম খান বিপ্লব এবং আন্দোলনকারী শ্রমিকরা। 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিল। আমাদের শিল্প পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সেখানে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে, শ্রমিকরা ফিরে গেছে, কাল থেকে কাজে যোগ দেবে।