শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় যমুনা স্টিল মিলে ডাকাতি, ৬০ লাখ টাকার মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় যমুনা স্টিল মিলে ডাকাতি, ৬০ লাখ টাকার মালামাল লুট

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে যমুনা স্টিল মিলে দূ্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লা পঞ্চবটী পাঁচ তলা কলোনী সংলগ্ন বন্ধ যমুনা স্টিল মিলে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত ৩০-৪০ জনের ডাকাত দল নিরাপত্তারক্ষী সহ মিলের ভিতরে থাকা ৭ জনকে হাত-পা বেঁধে লুট করে নিয়ে গেছে ৫০-৬০ লাখ টাকার মালামাল।

সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

জানা যায়, প্রায় ১০-১২ বছর পূর্বে যমুনা স্টিল মিলটি বন্ধ হয়ে যায়।পরবর্তীতে আয়রন সুপাুর মার্কেটের ৮-১০ ব্যবসায়ী নিজেদের মধ্যে সমন্বয় করে বন্ধ হয়ে যাওয়া পরিত্যক্ত যমুনা স্টিল মিলটি ভাড়া নিয়ে লোহা, স্ক্র্যাপ, তামা, ক্যাবল সহ লৌহজাতীয় দ্রবাদি রাখার গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিল। সোমবার রাত ৮ টার দিকে ডাকাত দল ভিতরে প্রবেশ করে রাত ৩ টা পর্যন্ত অবস্থান করে নিরাপত্তারক্ষী সহ ভিতরে থাকা ৭ জনকে বেঁধে রেখে দুটি ট্রাকে করে ৫০- ৬০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ব্যবসায়ী হাজী মোফাজ্জল হোসেন জানায়, মিলটি বন্ধ হয়ে যাওয়ার বেশ কয়েক বছর পর আয়রন মার্কেটের তিনি সহ ৮ জন ব্যবসায়ী সেটি ভাড়া নেন। সেখানে তারা টেন্ডারে ক্রয়কৃত গর্দা, মোটা ক্যাবেল, তামা, লোাহা, স্ক্র্যাপ সহ লৌহ জাতীয় মালামালের গোডাউন হিসেবে ব্যবহার করে আসছে। সোমবার রাত ৮ টার দিকে ডাকাতদলের সদস্যরা ভিতরে প্রবেশ করে প্রথমে আমির নামের এক নিরাপত্তারক্ষী পরে এক এক করে আরো দুই নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালক সহ সাতজনকে হাত মুখ বেঁধে একটি রুমে আটকে রেখে দুটি ট্রাকে করে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বেঁধে রাখাদের মধ্যে একজন তার হাত খুলে ডাকাতদল চলে গেছে বুঝতে পেরে সকলের বাঁধন খুলে দেয়। পরে তাদেরকে সংবাদ দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনার সত্যতা পেয়েছেন। লুটে নেওয়া মালামালসহ জড়িতদের ধরতে চেষ্টা করছে পুলিশ।