রোববার, ১৬ মার্চ ২০২৫

|

চৈত্র ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৬, ১৬ মার্চ ২০২৫

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

ইফতার ও দোয়া

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো: শরিফুল ইসলাম বলেন; আমি আপনাদের পাশে আছি, আপনারাও যদি আমার পাশে থাকেন তাহলে ফতুল্লা থেকে চিরতরে মাদক, কিশোর গ্যাং, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন নির্মুল করা সম্ভব। আশা করবো সুন্দর ফতুল্লা এলাকা গঠনে আমরা সম্মেলিতভাবে হাতে হাত রেখে এগিয়ে যাবো।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে দেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হামিদুর রহমান চৌধুরী, ফতুল্লা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভূঁইয়া, সমাজ সেবক মোবারক হোসেন চৌধুরী হান্না, শাহানুর ইমাম বাবুল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনুদ্দিন,  মাসদাইর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম প্রধান, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাজি সৈয়দ ওবায়দুল উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, সহ সভাপতি পিঁয়ার চান, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আঃ আলীম লিটন প্রমুখ।

ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, নিবাহী সদস্য মোঃ আবু সাঈদ। 

দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা ইকবাল হোসেন।