শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে স্পটে কর নির্ধারণ কার্যক্রম, প্রথম দিনেই ২ লাখ ৬৫ হাজার টাকা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪০, ২৩ এপ্রিল ২০২৫

না.গঞ্জে স্পটে কর নির্ধারণ কার্যক্রম, প্রথম দিনেই ২ লাখ ৬৫ হাজার টাকা আদায়

স্পটে কর নির্ধারণ কার্যক্রম

নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এবং করদাতাদের জন্য কর প্রদান প্রক্রিয়া সহজতর করতে এ উদ্যোগে নেয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. সাইফুর রহমান রাসেল।

তিনি বলেন, এই কার্যক্রম ২৩ ও ২৪ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। প্রথম দিনেই কর রিটার্ন দাখিল করেছেন ৫৫ জন করদাতা, যার মাধ্যমে আদায় হয়েছে মোট ২ লাখ ৬৫ হাজার ০০০ টাকা। এছাড়া নতুন করে ২০ জন করদাতা টিআইএন গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল-১৪ অফিসার ও সহকারী কর কমিশনার রাকেশ ঘোষ, কর পরিদর্শক আল-শাহরিয়ার হোসেন ও আলামিন সরদার।

এসময় আরও উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক আকঁন, সমিতির সদস্যবৃন্দ এবং পাগলা বাজার এলাকার ব্যবসায়ীরা।