মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় চাঁদা না দেয়ায় যুবককে ক্লাবে তুলে নিয়ে মারধর 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৩, ২২ মার্চ ২০২২

ফতুল্লায় চাঁদা না দেয়ায় যুবককে ক্লাবে তুলে নিয়ে মারধর 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়নে চাঁদা না দেয়ায় মোঃ হৃদয় (২৪) নামের এক যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় ফতুল্লা থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন কাশিপুর এলাকার আরিফ (২৯), তুষার (২৮) এবং সৈকত (২৮)।

রোববার (২০ মার্চ) রাত বারোটার দিকে কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী হৃদয় জানান, আমি কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকার মায়ের দোয়া মোটরস নামক ইজিবাইক শো-রুমে ম্যানেজার হিসেবে কাজ করি। রোববার রাত দশটার দিকে কভার্ডভয়ান হতে অটো আনলোড করার সময় তারা হঠাৎ এসে আমার কাছে চাঁদা দাবী করে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারদর করে আমাকে শাহীন আলম ফাউন্ডেশন ক্লাবে নিয়ে যায়। 

এসময় আমাকে উদ্ধার করতে আমার বড় ভাই শাহীন ক্লাবে আসলে তাদেরও আটকে মারধর করে তারা। পরে আমাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। 

এদিকে হামলার ব্যাপারে ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবো।