মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় দেশীয় অস্ত্র বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০১:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২২

ফতুল্লায় দেশীয় অস্ত্র বোমা উদ্ধার

অস্ত্র-বোমা

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজু প্রধানের আস্তানা থেকে পুলিশ বিপুল পরিমান বোমা ও বহু সংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর)  রাতে দেওভোগ বাশমুলি এলাকায় রাজু প্রধানের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ দেশী তৈরি ধারালো অস্ত্র, হাতুড়ি, লোহার পাইপ, শাবল সহ বিপুল পরিমান বোমা উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযানে নেতৃত্বাদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, দীর্ঘদিন যাবৎ রাজু প্রধান ও তার সহোযোগিরা দেওভোগ বাশমুলি এলাকার জৈনক আলী আকবরের বাড়ীর একটি কক্ষ জবর - দখল করে সেটাকে নিজেদের আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিলো।সোমবার রাত ১১ টার দিকে রাজু প্রধান ও তার সহোযোগিদের দখলকৃত আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থকে ২ শত  বোমা ও দেশীয় তৈরি ছোট- বড় ১৫ টির ধারালো অস্ত্র, হাতুড়ি,শাপল,লোহার পাইপ উদ্ধার করা হয়।তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। তিনি আরো জানান, ভোলাইল,কাশিপুর ও দেওভোগ এলাকায় এ রকম আরো জবর- দখলকৃত বেশ কয়েকটি আস্তানা রয়েছে রাজু প্রধান বাহনীর।