শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় অটো চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৫, ১৮ ডিসেম্বর ২০২২

রূপগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় অটো চালক নিহত

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় মতি মিয়া নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

রোববার (১৮ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার কুশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা। ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাটক ট্রাক জব্দ করেছে পুলিশ। নিহত মতি মিয়া উপজেলার কৃষ্ণনগড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। 

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ওমর ফারুক জানান, অটোরিকশা চালিয়ে মতি মিয়া ভুলতা থেকে কাঞ্চন সেতুর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটি ধাক্কা মারে। পরে চালক মতি মিয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ঘাতক ট্রাক জব্দ করে পুলিশ।