শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গাছ কাটা নিয়ে বিরোধে মারধরে নারীর হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫১, ২২ ডিসেম্বর ২০২২

গাছ কাটা নিয়ে বিরোধে মারধরে নারীর হত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের গোগনগর ইউনয়নে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারধরে জায়েদা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে মৃত অবস্থায় ওই নারীর মরাদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত জায়েদা বেগম গোগনগর ইউনিয়নের কাইয়ুম মন্ডলের স্ত্রী। 

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহান জানান, গাছ কাটা নিয়ে সংঘর্ষে নাকি মারধরের ঘটনা ঘটেছিল। মৃত অবস্থায় ঐ নারীকে হাসপাতালে আনা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে।