প্রতীকী ছবি
সোনারগাঁওয়ে মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রীজ সংলগ্ন "জল তরঙ্গ” রেস্তোরাঁর ম্যানেজার ইমরান হোসেনের বিরুদ্ধে রেস্তোরাঁর আড়ালে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে অভিযোগ করা হয়।
বৃহস্পতিবার (৭ ই মে) মোগড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন জমি মালিক পুত্র রাকিব হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রেস্তোরাঁ ম্যানেজার ইমরান হোসেন মাধবপুরের হীরন মিয়ার ছেলে। সে রেস্তোরাঁর আড়ালে অনৈতিক কার্যকলাপসহ রেস্তোরাঁ প্রাঙ্গনে মাদক সেবন ও ব্যবসা পরিচালনা করে থাকে। সে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে খারাপ আচরন করে থাকে। সে হেফাযত মামলার চার্জসিট ভুক্ত আসামী, জামায়েত শিবির কর্মী ও থানায় নারী গঠিত অভিযোগও রয়েছে বিরুদ্ধে।
যার কারনে এলাকায় নানা সময় আতঙ্ক বিরাজ করে থাকে। ইমরান বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে এলাকার সাধারন জনগনদের ভয়ভীতি দেখিয়ে থাকে এবং সে রাকিবকে মারধর করে।