বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বখাটেদের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩

বন্দরে বখাটেদের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি

প্রতীকী ছবি

বন্দরে বখাটে যুবকদের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমন অভিযোগ তুলেছে অভিভাবক মহল। তারা জানিয়েছে, বখাটেদের উৎপাতে  কারনে বন্দরে গামের্ন্টস কর্মী থেকে শুরু করে স্কুল কলেজগামী ছাত্রীদের অভিভাবকরাও চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে। বর্তমানে বখাটেরা বন্দর থানার  ঘারমোড়া ব্রীজ, বন্দর উপজেলার মোড়, মদনগঞ্জ নমুনা বাজার ব্রীজ ও ফরাজিকান্দাসহ এর আশে পাশে এলাকায় দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে থেকে এ পথে চলাচলরত বিভিন্ন গামের্ন্টস কর্মী ও  স্কুল কলেজগামী ছাত্রীদের প্রতিনিয়ত উক্তক্ত করে আসচ্ছে। এ ব্যাপারে অভিভাবক মহল বহুবার সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেও এ ব্যাপারে কোন সারা পায়নি। দিন যতই ঘনিয়ে আসচ্ছে বখাটেদের উৎপাত ততই বৃদ্ধি পাচ্ছে। 

এ ব্যাপারে  সচেতন মহলের সাথে আলাপ কালে এর সত্যতা শিকার করে জানায়, এ সমস্যা অনেক দিনের।  আমরা চেষ্টা করেছি বখাটেদের যতটুকু সম্বভ প্রতিহত করার। হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের ম্যানিজং কমিটির সাবেক সভাপতি সমাজ সেবক আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু তিনিও বখাটের দমনে ছিল বেশ আন্তিরিক। বিগত সময়ে সরকারি হাজী ইব্রাহিম স্কুল এন্ড কলেজ  ম্যানেজিং কমিটির সাবেক নেতৃবৃন্দ বখাটেদের দমান করার জন্য বেশ কয়েক বার  পদক্ষেপ নিয়েছিল। তত সময়ে বন্দর থানা পুলিশ দিয়ে স্কুল চলাকালিন সময়ে উল্ল্যেখিত এলাকায় টহল জোরদার রাখায় ওই সময় বখাটেদের উৎপাত কমে যায়। আগের মত পুলিশের নজরদারি না থাকায় বর্তমানে  উল্লেখিত এলাকায় আবারও বখাটেদের উৎপাত বেরে গেছে। এ অবস্থা থেকে রেহাই পেতে ভূক্তভোগী অভিভাবক মহল উপজেলা র্নিবাহী কর্মকর্তা ও বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর   জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরের সচেতন মহল ও ভূক্তভোগী অভিভাবক মহল।