শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

|

কার্তিক ২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও সোহাগ হোসেন

প্রকাশিত: ২২:২৫, ২৫ ডিসেম্বর ২০২০

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও সোহাগ হোসেন

নারায়ণগঞ্জে ২০২০ সালের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমপি ফরহাদ হোসেন।

ঢাকা বিভাগীর কমিশনার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ হারুন।

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, অত্যন্ত নৈর্ব্যক্তিকভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে ৬ জন কর্মকর্তার মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার মনোনীত করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাগনের ২০২০ সালের কর্মদক্ষতা বিবেচনায় নেয়া হয়। 

মোঃ সোহাগ হোসেন ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে জনবান্ধব এ কর্মকর্তা বিভিন্ন ধরনের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন। আড়াইহাজার উপজেলাকে নিরাপদ সড়ক উপজেলা হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স প্রদান, চালকগণকে প্রশিক্ষণ প্রদান, যানজট ব্যবস্থাপনা সহজীকরণ ও বিভিন্ন পর্যায়ে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। গুনগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে সকল মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিফর্ম ইয়ারলি লেসন প্ল্যান প্রণয়ন করেন। এর ফলে উপজেলার সকল বিদ্যালয়ে বছরের যেকোনো দিন একই বিষয়ে পাঠদান নিশ্চিত করা হয়। কিশোরীদের বিশেষ সময়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত সকল ছাত্রীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করেন। এ লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমন্বয়ে বিভিন্ন সচেতনতামূলক সভা আয়োজন করেন। এছাড়াও সরকারি সেবা সহজিকরনে সকল বিভাগের সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেন যার ফলে উপজেলার সকল পর্যায়ের জনগণ কম সময়ে ও সহজে সরকারি সেবা পাচ্ছেন।

নারায়ণগঞ্জ পোস্ট