মনোনয়ন ফরম কিনেছেন ওমর বাবু
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম কিনেছেন সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ বাবুল ওমর বাবু।
শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মোঃ বাবুল ওমর বাবু এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জানা যায়, রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেবেন তিনি।
তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের ভোটারসহ দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আশীর্বাদে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকের বিজয়ে আশাবাদ ব্যক্ত করেন।