প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বিত্তরা। এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে গেছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার এশিয়াল হাইওয়ের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মহাসড়কে চলন্ত অবস্থায় দুর্বিত্তরা ট্রাকের হেলপারের পাশে আগুন দেয়ার চেষ্টা করলে এতে ট্রাকের হেলপারের হাত পুড়ে যায়। তাকে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
সোনারগাঁয়ের তালতলা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ হেলপারের নাম পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুর্বিত্তদের শনাক্ত করতে কাজ চলছে। দগ্ধ হেলপারকে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে প্রেরণ করা হয়েছে।