শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ৪ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৩, ৬ ডিসেম্বর ২০২৩

আড়াইহাজারে ৪ ডাকাত গ্রেফতার

৪ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রেহানউদ্দীন (৪০), ফয়সাল (২৬), সবুজ (২২) ও আজিজুল (২৫)।

গ্রেফতার রেহানউদ্দীন উপজেলার ফতেপুর ইউনিয়নের  বগাদী এলাকার ইউছুফ,  ফয়সাল একই গ্রামের আলী হোসেন, সবুজ   গফুর মিয়ার ও আজিজুল হক সাবের ছেলে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী এলাকার একটি স্থানে অভিযান চালালে পুলিশ দেখে দৌড় দেন রেহানউদ্দীন। ওই সময় দেয়ালের সাথে ধাক্কা লেগে ডাকাত রেহানউদ্দীন গুরুতর আহত হন। অপর দিকে ফয়সালকে গ্রেফতার করা হয় সোনারগায়ের একটি এলাকা থেকে। সবুজ ও আজিজুলকে নিজ গ্রাম বগাদী থেকে গ্রেফতার করা হয়।  

ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।