শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৪

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাগর খান ওরফে ইমরানকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিপিসি ১ এর উপ পরিচালক মেজর অনাবিল ইমামৎ।

এর আগে তাকে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব ১১ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তার ইমরান সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার মৃত হাকিম খানের ছেলে।

আসামিকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।