প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৫ লিটার মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার বালিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার বালিয়াপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে মোক্তার হোসেন (৫০), জাহাঙ্গীরের ছেলে আজিজুল (১৯) এবং সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।