ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চুরি মামলার প্রধান আসামি মোঃ রিফাত হোসেন রিংকুকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ মে ২০২৪) রাতে ঢাকার খিলক্ষেতের ডুমনী এলাকার ৪৩ নং ওয়ার্ড থেকে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) হুমায়ুন তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রিফাত হোসেন রিংকু ঢাকার খিলক্ষেত এলাকার নাছিম উল্লার ছেলে।
এর আগে গত (২৮ মার্চ ২০২৪) রোজ বৃহস্পতিবার দিন গত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাচপুর এলাকায় একটি ট্রাক চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় উক্ত ঘটনায় এই দিন রাতে ট্রাক মালিক মো; রফিকুল ইসলাম নাছির (৩৩) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (যার মামলা নং ৫৬)।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন চোর চক্রের সদস্য। দীর্ঘদিনের চেষ্টার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামি আজ আদালতের স্বীকারুক্তি মূলক জবানবন্দি দেয় এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।