প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি ভবনের অনুমোদনহীন অবৈধ অংশ ভেঙে দিয়ে ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে রাজউক।
বৃহস্পতিবার (৬ জুন) মোগরাপাড়া হাবিবপুর এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভবন নির্মাণের রাজউকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬ তলা বিশিষ্ট ভবনের মালিক জসীমউদ্দীনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আরো বেশকয়েকটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে।
রাজউকের নারায়ণগঞ্জ জোনের অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ জানান, রাজউক অনুমোদিত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একজনকে ২ লাখ টাকা জরিমানা ও অন্যদের রাজউকের অনুমোদন ব্যতীত কাজ করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
তিনি বলেন, অনেকেই উপজেলা থেকে অনুমোদন নেয়ার কথা বলছে কিন্তু রাজউকের আওতাধীন এলাকায় রাজউক থেকেই অনুমোদন নিতে হবে। তাদের না জানার দরুন প্রাথমিক পানিশমেন্ট হিসেবে মুচলেকা নেয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা আরো বড় ধরনের বড় অ্যাকশনে যাব।