ফাইল ছবি
ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ও যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট।
যাত্রী ও চালকদের সাথে কথা বলে জানা গেছে, এবার যানজটমুক্ত মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা করছেন তারা।
শুক্রবার (১৪ জুন) সকাল থেকে মহাসড়ক দুটির নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে শুক্রবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে টিকেট কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে ঘরমুখো যাত্রীদের। কেউ কেউ অতিরিক্ত টিকেটের মুল্য আদায় করা হচ্ছে বলে অভিযোগও করেন।
তবে টিকেট বিক্রেতাদের দাবি, যেহেতু বাসগুলো ভরে গেলেও আসছে পুরো ফাঁকা তাই কিছুটা ভাড়া বেশী নিলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে।
মহাসড়কের শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, স্বস্তির ঈদযাত্রা করছে মানুষ। যেহেতু ঘরমুখো মানুষের চাপ বেড়েছে তাই গাড়িও বেড়েছে তবে কোথাও যানজট নেই। যানবাহনের চাপ বিকেল নাগাদ আরো বাড়তে পারে তবে যানজটের কোন শঙ্কা নেই।
অতিরিক্ত ভাড়ার ব্যাপারে তিনি জানান, কেউ তো অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রমান সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।