শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৩, ১৫ জুন ২০২৪

ফতুল্লায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৫ জুন) রাত ১০টায় ফতুল্লার মাসদাইর শেরে বাংলা রোড থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে শেরে বাংলা রোডের এনএস টাওয়ারের সামনে থেকে ৪৫ বছর বয়সের একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহতের পড়নে সাদা লাল চেক গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া রয়েছে। শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে। প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।