রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে অর্ধশতাধিক কিশোর গ্যাং সক্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪০, ১৫ জুলাই ২০২৪

রূপগঞ্জে অর্ধশতাধিক কিশোর গ্যাং সক্রিয়

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাই, কাঞ্চন, দাউদপুর, রূপগঞ্জসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির অভিযোগ উঠেছে। এখানে অর্ধশতাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তারা মাদক কেনাবেচা, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, মাদক সেবন, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

সরেজমিন জানা গেছে, রূপগঞ্জের গোলাকান্দাইলের স্যাভেজ গ্যাং ও ডেঞ্জার গ্রুপ এক আতঙ্কের নাম। গোলাকান্দাইলের সাজ্জাত, সাদেক, রবিউল, আমিনুল, আরমান কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন। কিশোর গ্যাংয়ের নেতা শাওনের নামে রূপগঞ্জ ও ভৈরবসহ রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। ভুলতার বায়েজিদের কিশোর গ্যাংয়ের সদস্য ৭০। তারাব হাটিপাড়া এলাকার কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছেন শাকিল, আলফাজ, শিফাত, শান্ত ও রিফাত। তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার মাহবুব হোসেন, বরাব এলাকার উজ্জ্বল, ইয়াছিন, রিয়ান, শাওন, চনপাড়ার শ্রাবণ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। কাঞ্চন পৌরসভা ও দাউদপুর ইউনিয়ন এলাকায়ও একই চিত্র।

কিশোর গ্যাংয়ের সদস্যরা যে বয়সে স্কুল-কলেজে যাওয়ার কথা, খেলার মাঠে থাকার কথা সে বয়সে তারা নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকা যোগাতে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে। স্থানীয় প্রভাবশালীরা নিজেদের স্বার্থে ব্যবহার করতে কিশোর গ্যাং সদস্যদের শেল্টার দিচ্ছে। জমি দখল, ছিনতাই, চাঁদাবাজি, নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কৌশলে টাকা আদায়, রাস্তার মোড়ে মোড়ে আড্ডা, নারীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য, গার্মেন্টস কর্মীদের উত্ত্যক্তসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িয়ে পড়ছে। গোলাকান্দাইল এলাকার কিশোর গ্যাংয়ের নেতা ১৩ মামলার আসামি মাছুম বিল্লাহ (২৮) প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলেও অভিযোগ রয়েছে। তবে তারাব এলাকার কিশোর গ্যাংয়ের নেতা সজিবকে অস্ত্রসহ র‍্যাব গ্রেফতার করেছে। আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান প্রার্থীদের পক্ষ নিয়ে প্রচার-প্রচারণায় রয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। অনেকেই মোটরসাইকেলে মহড়া দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগসহ চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা, মাদক ব্যবসাসহ সব অপরাধ নির্মূলে পুলিশ তৎপর রয়েছে। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা নিরসনে প্রশাসন অগ্রণী ভূমিকা রাখছে। 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, কিশোর গ্যাংসহ অপরাধীরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। অপরাধ কর্মকাণ্ড নির্মূলে তিনি সবার সহযোগিতা কামনা করেন।