প্রতীকী ছবি
নারায়নগঞ্জ সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়ন পরিষদের পুরান সৈয়দপুর আশ্রয় কেন্দ্রে ১৬ জন ভূমিহীনদের ঘরে তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে।
বৃহস্পতিবার ৮ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ভূমিহীনদের কয়েকজন।
লিখিত অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন গোগনগর ইউনিয়নের পুরান সৈয়দপুর আশ্রয়কেন্দ্রে ভূমিহীন পরিবার হিসেবে বসবাসকারী মৃত মানিক মিয়ার পুত্র মোঃ শাফায়েত উল্লাহ, সুরুজের পুত্র মোঃ দিদার হোসেন, মৃত আব্দুল লতিফের পুত্র মোঃ মিলন, কাশেম আলীর পুত্র মোঃ মুকুল, মৃত আব্দুল খালেকের স্ত্রী মোসাম্মৎ মালুদা বেগম, মৃত আক্তার হোসেনের স্ত্রী মোসাম্মৎ লাকী আক্তার, মোঃ মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ সুরভী উল্লেখ করেন, ২০২৩ সালের ৯ আগষ্ট থেকে তারা জেলা প্রশাসকের স্বাক্ষরিত সনদপত্র প্রাপ্ত হয়ে এই আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। গত ৭ আগষ্ট গোগনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ রুবেল ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সফলতাকে জনগনের নিকট বিভ্রান্ত করার উদ্দেশ্যে ভূমিহীন ও গৃহহীন আশ্রয় হীন পরিবারের ঘরে তালা দিয়ে বের করে দেয়। উক্ত বিষয়টি প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্রদের, সেনাবাহিনী ও মিডিয়াকে জানাইলে আমাদের প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। বর্তমানে পরিবার পরিজনদেরকে নিয়া আশ্রয়হীন ভাবে দিন যাপন করছি।
অভিযোগে আরো জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে প্রশাসনের নিকট সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রহিয়াছে এবং বিভিন্ন সময় সরকারী দলের নাম ভাঙ্গিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত।
এ বিষয়ে জানতে গোগনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ রুবেল ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা কল রিসিভ করেননি।