বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৫, ১১ আগস্ট ২০২৪

ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু

ফাইল ছবি

সেনাবাহিনীর উপস্থিতিতে ফতুল্লা মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর রবিবার (১১ আগস্ট ) দুপুরে এই কার্যক্রম শুরু হয়।

এসময় ফতুল্লা থানা পুলিশকে উৎসাহিত করতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযমের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী। 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য আল আমিন, থানা ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজ, যুবদল নেতা সৈকত,মিঠু,সৈয়দ মিশু, স্বেচ্ছাসেবক দল নেতা রাহাত চৌধুরী প্রমূখ।
ফুলের শুভেচ্ছছা জানিয়ে শহিদুল ইসলাম টিটু পুলিশকে নির্ভয়ে পবিত্র দায়ীত্ব পালনে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন। 

এসময় ওসি নূরে আযম বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতাকর্মীদের নিয়ে থানাকে নাশকতার হাত থেকে রক্ষা করেছেন। তিনি যথা সময় থানার সামনে উপস্থিত না থাকলে পুলিশ সদস্যদের ও থানা কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। 

তিনি আরো বলেন, থানা বিএনপির সভাপতি টিটুসহ দলের সকলে অত্যান্ত পরিশ্রম করে ফতুল্লার শিল্পাঞ্চলকে শান্ত রেখেছেন। ব্যবসায়ী ও জনসাধারনের জানমাল রক্ষায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছেন এজন্য ফতুল্লা থানা বিএনপি সকলকে তিনি ধন্যবাদ জানান। এরআগে বিএনপির নেতৃবৃন্দ ফতুল্লা প্রেসক্লাবের সদস্যসহ ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।