ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংখ্যালঘুদের সাথে মতবিনিময় করেছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক "শাহ আলম মুকুল।
মঙ্গলবার (২০ শে আগষ্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত রহমত ম্যানসন মার্কেটের ছাঁদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রামপ্রসাদ বলেন, অনেক বছর ধরে আমরা সোনারগাঁয়ে বসবাস করে আসছি। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতেও আমরা নিরাপদ ছিলাম। মুকুল ভাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করি এভাবেই সব সময় পাশে থাকবেন তিনি।
পুতুল রানী দাস বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা সংখ্যালঘূরা খুব ভয়ে থাকলেও মুকুল ভাই সব সময় খবর নিয়েছেন এবং তার নির্দেশনায় বিভিন্ন এলাকার সংখ্যালঘূদের বাড়ি ঘরে পাহারা দিয়েছেন। আমরা সবাই উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রধান বক্তা হিসেবে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক "শাহ আলম মুকুল" বলেন , আপনার সংখ্যালঘু নয় যেহেতু আমরা সবাই বাংলাদেশী তাই সবাই আমরা ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের প্রথম ও শেষ পরিচয় আমরা বাংলাদেশী। যদি সোনারগাঁয়ে দুর্বৃত্তরা আপনাদের কোনো সমস্যার সৃষ্টি করে তাহলে আমাকে জানাবেন। ঘটনাস্থল যেখানেই হোক আমি এক ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে তাদের দাঁতভাঙা জবাব দিবো।আপনারা কখনো অসহায়ত্ব বোধ করবেন না। আমি সর্বদা আপনাদের পাশে আছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ,উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় দুই শতাধিক সংখ্যালঘুর পরিবার সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।