বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে শ্রমিকলীগ নেতার শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৪, ২৩ আগস্ট ২০২৪

সোনারগাঁয়ে শ্রমিকলীগ নেতার শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিমের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমা নামাজের পর আষাঢ়িয়ারচর ঈদগাহ ময়দান এলাকায় এ কর্মসূচী পালন করেন। পিরোজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আষাঢ়িয়ারচর, ছয়হিস্যা, মৃধাকান্দি, নাগেরগাঁও ৪ গ্রামের দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আষাঢ়িয়ার চর ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। 

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, আষাঢ়িয়ারচর জামে মসজিদের সভাপতি আশেক আলী প্রধান, সাধারণ সম্পাদক হাজী সারোয়ার হোসেন,সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, আষাঢ়িয়ার চর গ্রামের আব্দুল মালেক, বাবুল বেপারী, নুরুজ্জামান,হাজী আব্দুল বারেক, আবুল হোসেন, আবু বকর সিদ্দিক, ছয়হিস্যা গ্রামের গোলেনূর, আল ইসলাম প্রমুখ। 

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম সকল ধরনের অপকর্মের হোতা। শ্রমিকলীগ নেতা হওয়ার পর থেকে ভূমি দস্যুতা, মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি ও নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানী করেছে। তার অত্যাচারে ৪ গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আওয়ামী লীগের প্রভাবে বেপরোয়া হয়ে মানুষকে জিম্মি করে রেখেছিল। 

মানববন্ধনে বক্তরা আরো বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পর মানুষ তার জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে। গত ৫আগষ্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে।এখন পুরানো শত্রæতার কারনে ঘায়েল করতে মামলা দিয়ে হয়রানী করতে চাচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানাচ্ছি।  

মানববন্ধনে বিএনপি নেতা আব্দুর রউফ বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ২০২২ সালে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় নিজে তার লোকজন নিয়ে ভেঙ্গে উপজেলা বিএনপির শীর্ষ নেতাসহ স্থানীয় নেতাকর্মীদের হয়রানী করতে মামলা দেয়। সেই মামলায় বিএনপির নেতাকর্মীদের জেলে যেতে হয়েছিল। তার অপকর্মে সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।