ফাইল ছবি
কক্সবাজার জেলা জুড়ে প্রবল বর্ষন হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো পাহাড় ধ্বসের ঘটনা ঘটেনি। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সরেজমিনে থেকে এমন দৃশ্য দেখা গেছে।
দেখা গেছে, বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তারা ভুক্তভোগী জনগণকে সতর্কতায় নিরাপদ আশ্রয়ে চলে যেতে উদ্বুদ্ধ করার পাশাপাশি ভূমি বা পাহাড় ধসের হাত থেকে বাঁচতে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করতে দেখা গেছে।
উক্ত জেলা কমান্ডার আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় বন্যা পরিস্থিতি মোকাবেলা কাজ করা হচ্ছে।