মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ওলামাদের বিরুদ্ধে সাদপন্থীদের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৩৭, ৩১ আগস্ট ২০২৪

রূপগঞ্জে ওলামাদের বিরুদ্ধে সাদপন্থীদের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওলামাদের বিরুদ্ধে থানায় তাবলিগ সাদপন্থীদের মিথ্যা অভিযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন আলেম সমাজ ও তাওহীদ জনতা। 

শুক্রবার বিকেলে তারাবো পৌরসভার বিশ্বরোডে এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভে সমাবেশে বক্তব্য রাখেন মুফতি বদরুল আলম সিলেটি, মুফতি ইউসুফ আল ফরিদী, মুফতি তাওহিদুর রহমান, মুফতি আব্দুল কাইয়ুম মাদানি, মুফতি ইমদাদুল্ললাহ হাশেমী, তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে। 

বক্তারা সাদপন্থীদের করা মিথ্যা অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নেওয়ার আল্টিমেটাম দেন। 

ওলামারা অভিযোগ করে বলেন, তারাবো মারকাজ মসজিদের সাদপন্থীরা এত দিন আওয়ামী লীগ সরকারের সঙ্গে যোগসাজশ করে মসজিদটির নিয়ন্ত্রণ রেখেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই মসজিদে থাকা সাদপন্থীরা নিজ থেকেই সেখান থেকে সরে যায়।  কিন্তু এখন সাদপন্থীরা থানায় গিয়ে তাদের ওপর মারধরের অভিযোগ তুলছে। যা পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন। এমন পরিস্থিতিতে ওলামারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান।