বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ২৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৮, ১ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ২৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর থেকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসান (২৭) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

রবিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে বন্দরের চানপুর এলাকা থেকে ধরা হয় তাকে।

এদিন দুপুরে র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়েছে। 

আটককৃত যুবক নোয়াখালী জেলার কবিরহাট থানার সৈয়দ জহির উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে এনে তা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। 

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।