বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ইপিজেড ও বিসিকে চাকুরির দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৯, ৩ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ইপিজেড ও বিসিকে চাকুরির দাবিতে বিক্ষোভ

চাকুরির দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেড এলাকায় ও ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় চাকুরির দাবিতে বিক্ষোভ করেছে একদল শ্রমিক নামধারী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ বিক্ষোভ হয়।

জানা যায়, সকাল থেকে সিদ্ধিরগঞ্জে ইপিজেডের সামনে একদল শ্রমিক নামধারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে সেখানে অবস্থান করে তাদের দাবিতে কর্মসূচী চালিয়ে যাবার কথা জানিয়ে ফিরে যান।

একই অবস্থান ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায়। সেখানে সকাল থেকে বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল করে একদল শ্রমিক নামধারী। তারা সেখানে নিজেদের কর্মসংস্থান দাবি করে। তবে কোথাও তারা কোন অপ্রীতিকর ঘটনা ঘটায়নি।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোঃ সেলিম বাদশা জানান, তারা সকাল থেকে এ বিক্ষোভ করলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে।