মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ৩১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫১, ৫ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত 

ফাইল ছবি

বন্দরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সামান্য বাতাস বা গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে।

বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং হয়েছে। এ দিন এক ঘন্টা পর দুই ঘন্টা লোডশেডিং দেওয়া হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ঘন ঘন লোডশেডিংয়ের জন্য  সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের উদাসীনতা, অবহেলা ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন গ্রাহকরা। তাদের গাফিলতির কারণে গত কয়েক মাস ধরে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে জানান তারা।

বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল বলেন, দিন-রাতে কয়েক দফায় বিদ্যুতের আসা-যাওয়ায় কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না  থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সকলের। শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হওয়াসহ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনের সহকারি মহাব্যবস্থাপক ( এজিএম) আবদুল মোমেন সরকার বলেন, আগের তুলনায় বর্তমানে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। যে কারণে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছেনা। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়লে লোডশেডিং কমবে।