বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে আসমানী পরিবহন মালিক ও শ্রমিক আন্দোলনের সমঝোতা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে আসমানী পরিবহন মালিক ও শ্রমিক আন্দোলনের সমঝোতা

ফাইল ছবি

বন্দরে মদনপুর টু আব্দুল্লাহপুর ধউর পর্যন্ত চলাচলরত আসমানী পরিবহনের মালিক শ্রমিক আন্দোলন সমঝোতার রুপ নিয়েছে। তাদের দীর্ঘ দিনের আন্দোলনের ফলে গত দুইদিন যাবৎ আসমানী পরিবহন চলাচল বন্ধ থাকে। 

মালিক পক্ষের কিছু স্বার্থন্নেসী ব্যাক্তি নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্য নতুন ১৭টি গাড়ি সংযোগ করে। ফলে নিজেদের মধ্যে জটিলতার সৃষ্টি হয়। পূর্বের ৬৯টি গাড়ি চলাচল করার ফলে এমনিতেই মালিক শ্রমিকের হাতে কোন টাকা পয়সা জমা হয়না। তার মাঝে আবার নতুন সতেরটি গাড়ি সংযোগ। যে সতেরটি গাড়ি সংযোগ করা হয়েছে সেগুলোর কোন রোড পারমিট নেই। এমনকি শ্রমিক মালিক পক্ষ  তাদের কোন ন্যায্য অর্থ জমা পায়না। ফলে মালিক পক্ষ তাদের নিজেদের মধ্যে মন মালিন্যের সৃষ্ট হয়। এমনকি আওয়ামীলীগ বিএনপি পরিচয়ে একেক জনের মধ্যে মনোমালিন্য তৈরী হয়। এমনকি মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষের দানা বাধে। ফলে বন্দর উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ মাজহারুল ইসলাম হিরন এর মধ্যস্থতায় উভয় পক্ষের মাঝে সমজোতা হয়। এবং উভয় পক্ষ থেকে তিন জন  করে ছয়জন ও নিরপেক্ষভাবে তিনজন সহ মোট নয়জনকে পরিচালনা কমিটির দায়িত্বভার দেয়া হয়। তাতে মালিকপক্ষ সকলেই এক বাক্যে সমজোতা হয়ে এক মনে কমিটির দায়িত্ব বুঝে নিয়ে মেনে নেয়। শ্রমিকরা নিজেদের দাবী দাওয়া মাজহারুল ইসলাম হিরন এর নিকট তুলে ধরে। তাদের সকল সমস্যার কথা শুনে তা সমাধান করার আশ্বাস দেন। ফলে সকল মালিক শ্রমিক সন্তুষ্টি চিত্তে আসমানী  গাড়ি চালানোর সিদ্ধান্ত নেন।