বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

|

আশ্বিন ৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বাবু কলেজে  দুই গ্রামবাসী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে বাবু কলেজে  দুই গ্রামবাসী মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রোববার দুপুরে  উপজেলার গোপালদী এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহ আগে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের শিক্ষার্থী রামচন্দ্রদী গ্রামের সায়মন মিয়া লক্ষ্মীবরদী গ্রামের একই কলেজের আরেক শিক্ষার্থীকে  মারধর করে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর লোকজন  কলেজ কর্তৃপক্ষকে সায়মনের বহিষ্কারের দাবী জানান। এদিকে রবিবার সাড়ে ১১টায় রামচন্দ্রদী গ্রামের কয়েকজন লোক সায়মানকে নিয়ে কলেজে  যায় । বিষয়টি  লক্ষিবরদী লোকজন টের পেয়ে লোকজন নিয়ে কলেজের জড়ো হয়। খবর পেয়ে রামচন্দ্রদীর গ্রামের  লোকজনও কলেজে যায়। এতে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় কলেজের ভিতর  কয়েক শ   শিক্ষার্থী ২ ঘন্টা  আটকা পড়ে আতংকিত হয়ে পড়ে। পরে এলাকাবাসী ও সেনাবাহিনীর হস্তক্ষেপে সাড়ে ৩টার দিকে  পরিস্থিতি শান্ত হয়। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুরাদ হাসান জানান, শিক্ষার্থীর মারধরের বিষয়টি মিমাংসার জন্য রোববার সালিশ বসা অবস্থায় উভয় গ্রামে আটকের গুজব ছড়িয়ে পড়ায় কলেজের শিক্ষার্থীদের স্বজন ও প্রতিবেশিরা কলেজে অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে। সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক পদক্ষেপ নেয়ায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।