ফাইল ছবি
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মাসুদ রানা (২১) নামে এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনায় আহতের মা ইয়াসমিন বেগম বাদী হয়ে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হামলাকারি সন্ত্রাসী মন্না, আজহার ওম রানাসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১৬ জুন সকাল ১০টায় পূর্ব শত্রুতার জের ধরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের চৈড়ারবাড়ী এলাকার মৃত আলী মিয়ার ছেলে মন্না একই এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে আজহার একই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে রানা ও মন্না মিয়ার দুই ছেলে রাহাত ও রাতুলসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে মাসুদ রানাকে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লোহার রড ও এসএস পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারীরা মাসুদ রানা সাথে থাকা ১ ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন ও ১টি স্যামসান ব্রান্ডের মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ দিনেও ঘটনাস্থল পরিদর্শন করেনি পুলিশ।