রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৭ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে পরিবেশ দূষণের দায়ে ব্যাটারী কারখানা বন্ধের নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে পরিবেশ দূষণের দায়ে ব্যাটারী কারখানা বন্ধের নোটিশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বন্দরে পরিবেশ দূষণকারী চায়না মালিকাধিন ডংজিং লংজি বিডি নামক একটি ব্যাটারী কারখানা নোটিশ প্রদানের মাধ্যমে বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।  বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড, আবদুল হামিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারখানায় এসে কর্তৃপক্ষের কাছে কারখানা বন্ধের নোটিশ হস্তান্তর করেন। পরে   কারখানার গেইটের সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেয় পরিবেশ অধিদপ্তরের টিম। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায়  চীনা মালিকাধিন ডংজি লংজিভিটি নামের ব্যাটারী তৈরির কারাখানা পরিদর্শন করেন। এ সময় কারখানা থেকে নির্গত বিষাক্ত তরল বর্জ্য ও কালো ধোয়ায়   পরিবেশ দুষণের প্রমাণ পান। এ ছাড়া কাগজপত্রেও অনিয়ম পান।  এরপর তদন্ত শেষ না পযন্ত  কারখানাটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।  পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মুজাহিদ,  বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমিন আল জিহান এ সময় উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন,  পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের মেয়াদ জুলাই মাসে শেষ হয়েছে। কর্তৃপক্ষ নবায়নের জন্য আবেদন করেছিল। কিন্তু আবেদনটি যথাযথ না হওয়ায় নবায়ন করা হয়নি। কারখানার বর্জ্য পরিশোধনাগারটি অকাযকর অবস্থায় রয়েছে।  কারখানাটি  পরিবেশ দূষণ ঘটাচ্ছে। এ জন্য এটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের অনুমতি ছাড়া কারখানাটি আর চালাতে পারবেনা।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মোহাইমিন আল জিহান বলেন, ব্যাটারী কারখানাটি কয়েক দফা পরিদর্শন করে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেছে। দুই দিন আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য,  গত  মঙ্গলবার কারখানার বিষাক্ত ধোঁয়ায় লক্ষণখোলা ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় ও দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার  ৩০  শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।  এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মদনগঞ্জ-মদনপুর সড়ক অবেরোধ করে।