বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধের ভেতর জলাবদ্ধতা, পানিবন্দি মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২২, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ০০:২২, ৭ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে ডিএনডি বাঁধের ভেতর জলাবদ্ধতা, পানিবন্দি মানুষ

ফাইল ছবি

ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। তিনদিন ধরে পানিবন্দি মানুষ। বাড়ছে দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, ডিএনডি প্রজেক্টের খাল খনন করা হলেও দুর্বল সেচ পাম্পের কারণে সংকট কাটছে না।

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা এলাকা মিলে ডিএনডি সেচ প্রকল্প। এরমধ্যে রয়েছে ফতুল্লার লালপুর, গাবতলী, টাগারপাড়, আফাজনগরসহ বিভিন্ন এলাকা। ভারী বৃষ্টিতে তিনদিন ধরে জলাবদ্ধ কয়েক লাখ মানুষ।

শিল্প কলকারখানার বর্জ্য বৃষ্টির পানিতে মিশে ছড়াচ্ছে দুগন্ধ। স্থানীয়দের অভিযোগ, ডিএনডি প্রজেক্টের খাল খনন করা হলেও ভেতরে অপেক্ষাকৃত নিচু এলাকার পানি নিষ্কাশন খালে যাচ্ছে না। ফলে এই দুর্ভোগ।

ডিএনডি বাধেঁর ভেতরে নিচু এলাকা লালপুর ও পৌষা পুকুর পাড়। এই এলাকায় বছরের বেশিরভাগ সময়ই পানি জমে থাকে। ভারী বৃষ্টি হলে পুরো এলাকা দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে যায়।

ডিএনডি প্রকল্পের কাজ দ্রুত শেষ করে জলাবদ্ধতা দূর করার দাবি জানিয়েছে ডিএনডিবাসী।