শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সন্তানকে অপহরণ, উদ্ধার করল র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২২, ৮ অক্টোবর ২০২৪

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সন্তানকে অপহরণ, উদ্ধার করল র‍্যাব

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণ হওয়া শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‍্যাব ১১। এসময় দুই অপহরণকারীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৭ অক্টোবর) র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও দুই আসামিকে আটক করে।

র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মাহবুব আলম পারভেজ (৪৬), শাকিল আহমেদ রুবেল (৪৩)।

জানা গেছে, অপহরণ হওয়া শিশুর মা মাহমুদা সুলতানা ইলুর সাথে স্বামীর সম্পর্কের অবনতি হওয়ার সুযোগে ইলুকে বিয়ের প্রস্তাব দেয় পারভেজ। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইলুর সন্তানকে অপহরণ করে সে।

র‍্যাব জানায়, অপহরণের ঘটনার পর র‍্যাবের কাছে লিখিত অভিযোগ করা হলে অনুসন্ধানে নামে র‍্যাব। পরবর্তীতে মূলহোতা পারভেজকে হীরাঝিল এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অপহরণের কথা স্বীকার করেন তিনি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।