প্রতীকী ছবি
বন্দরে অটোগাড়ী চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় গত সোমবার (৭ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুরস্থ একতা সুপার মার্কেটের সামনে থেকে যাত্রী সেজেঅটো গাড়ীতে উঠে অটো চালক অনিক (২২)কে বেদম ভাবে পিটিয়ে অটোগাড়ী ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারিরা।
এ ঘটনায় অটোগাড়ী মালিক মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত অটো চালক অনিক বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।
এ ব্যাপারে আহত অটোচালক অনিক গনমাধ্যমকে জানায়, গত সোমবার রাত ৭টায় মদনপুর স্ট্যান্ড থেকে অজ্ঞাত নামা একজন যাত্রীবেশী ছিনতাইকারি ধামগড় ইস্পাহানি বাজারে যাওয়ার জন্য আমার গাড়ীতে উঠে। পরে গাড়ীটি একতা সুপার মার্কেটের সামনে আসলে ওই সময় আমার গাড়ীতে থাকা অজ্ঞাত নামা যাত্রীসহ আরো ৩/৪ জন অজ্ঞাত নামা ছিনতাইকারি পথরোধ করে আমাকে এলোপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে অটোগাড়ীটি ছিনিয়ে নেয। এ ছাড়াও গত শনিবার রাতে ঘারমোড়া এলাকার স্থানীয় এলাকাবাসী ঘারমোড়া ঈদগাহ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চোরাইকৃত অটো মিশুক উদ্ধার করে বন্দর থানায় হস্তান্তর করে।