শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৫৮, ৯ অক্টোবর ২০২৪

বন্দরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৮ অক্টোবর) বন্দরের কাইতাখালী স্ট্যান্ডের সামনে থেকে অভিযান চালিয়ে আসামিদের আটক করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া।

আটককৃতরা হলেন- মোঃ মনির হোসেন মিশেল (২৮), মোঃ সোয়াদ ইসলাম (২৫), মোঃ শাহাজালালা হোসেন বাবু (২৮), মোঃ রাহাত হোসেন রাব্বী (৩০), মোঃ মেহেদী হাসান (৩০)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আটককৃত আসামিগণ সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার মোঃ মনির হোসেন মিশেল। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিল। তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। আটককৃত আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ডাকাতির পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

আটককৃত আসামিদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।