বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় হত্যা মামলার আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৬, ১৮ অক্টোবর ২০২৪

ফতুল্লায় হত্যা মামলার আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্যদেরকে অবরুদ্ধ করে হত্যা মামলার আসামি রতনকে ছাড়িয়ে নেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ ক্যাডার আক্তার, সুমন ও তার বাহিনীর লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ফতুল্লা মডেল থানার কুতুবআইল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় আসামি রতনকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় আক্তার, সুমন সহ তাদের সহযোগীরা গ্রেপ্তারকৃত রতনসহ ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন এবং তার সাথে থাকা চার পুলিশ সদস্যদের বাধা প্রধান করে। এক পর্যায়ে আক্তার, সুমনের নির্দেশে তাদের লোকজন আক্তার, সুমনের মালিকানাধীন হোসেন টেক্সটাইল মিলের ভিতরে নিয়ে অবরুদ্ধ করে রাখে। 

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম পুলিশের দুটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ হয়ে থাকা পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে রতনকে ছিনিয়ে নিয়ে যায় আক্তার,  সুমনরা।

এ ব্যাপারে কথা বলতে চাইলে ফতুল্লা থানা পুলিশের একাধিক কর্মকর্তা কোন মন্তব্য করতে রাজি হননি।