বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

|

কার্তিক ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যৌথবাহিনীর অভিযানে আড়াইহাজারে স-ন্ত্রা-সী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৩, ২০ অক্টোবর ২০২৪

যৌথবাহিনীর অভিযানে আড়াইহাজারে স-ন্ত্রা-সী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে  স্থানীয় এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার বিকেলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার গভীর রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গরদী এলাকা থেকে আটকের পর তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।

আটক আরিফ উপজেলার এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। 

লেঙ্গরদী এলাকার ভূক্তভোগীরা জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আরিফ নেতৃতে এলাকায় তা-ব চালায়। বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ খেকে চাঁদা দাবী করে। কাক্সিক্ষত চাঁদা না দিলে তাদের বাড়িঘর ভাংচুর চালায়। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।