বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ ফেনসিডিলসহ আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৫, ২২ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জ ফেনসিডিলসহ আটক ৩ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিল সহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার "খ" জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- মোঃ সাইমন (২৬), মোঃ ওমর ফারুক (২৪), মোঃ সাব্বির হোসেন (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারীভাবে মাদক বিক্রয় করে আসছে তারা। 

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি মোঃ সাইমনের (২৬) বিরুদ্ধে কুমিল্লার মনোহরগঞ্জ থানায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে।