শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সড়কের লেন পরিবর্তন করতে গিয়ে ডিভাইডারে উঠিয়ে দিলেন বিআরটিসি বাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৪, ২৭ অক্টোবর ২০২৪

সিদ্ধিরগঞ্জে সড়কের লেন পরিবর্তন করতে গিয়ে ডিভাইডারে উঠিয়ে দিলেন বিআরটিসি বাস

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশে বিআরটিসি পরিবহনের একটি বাস চলন্ত অবস্থায় সড়কের ডিভাইডারে উঠিয়ে দিয়েছেন। এতে ডিভাইডারের ক্ষতি হলেও যাত্রীদের কেউ গুরুতর আহত হয়নি। 

রবিবার সন্ধ্যা পৌনে ৬ টায় মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালের অপরপাশে এ দুর্ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিআরটিসি পরিবহনের একটি বাস ঢাকা থেকে ফিরে সাইনবোর্ড পার হয়ে আঞ্চলিক লেন ক্রস করে লেন পরিবর্তন করাকালীন সময়ে হঠাৎ ব্রেক ফেল করে ডিভাইডার উপরে উঠিয়ে দেন।

গাড়িতে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন, উক্ত গাড়ির চালক দ্রুত গতিতে লেন পরিবর্তন করতে গিয়ে ব্রেক ফেল হয়ে ডিভাইডারের উপরে উঠিয়ে দিয়েছেন। এতে আতঙ্কিত হয়ে যান গাড়িতে থাকা যাত্রীরা। যাত্রীদের মধ্যকার কয়েকজন সমান্য আহতও হয়েছেন।

এ বিষয়ে জানতে কাঁচপুর হাইওয়ে শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈমকে তার মুঠোফোন ও হোয়াইটস অ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেনি।